ফাইল ছবি
টেকনাফে তিন দিন ধরে প্রায় ২০ হাজার গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। তবে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দেখা গেছে, টেকনাফের সাবরাং, শাহপরীর দ্বীপ, সদর, হ্নীলা ও বাহারছড়াতে 'মোখা'র প্রবল বাতাসে কোথাও খুঁটি ভেঙেছে, কোথাও তার ছিঁড়েছে, আবার কোথাও মিটার ভেঙেছে। এ ছাড়া ট্রান্সফরমার নষ্ট হয়েছে প্রচুর।
অন্যদিকে, গাছপালা ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ার হার চোখে পড়ার মতো।
টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের দেয়া তথ্যমতে, তাদের অধীনে নিয়মিত গ্রাহক সংখ্যা প্রায় ৬০ হাজার। ইতিমধ্যে ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। অবকাঠামো ভেঙে যাওয়ায় এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন ২০ হাজারের মতো গ্রাহক।
টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম বলেন, মোখায় অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় থামার পর থেকেই মেরামতের কাজ শুরু করেছি। এখনও কাজ চলছে। সন্ধ্যার মধ্যে সব গ্রাহক বিদ্যুৎ পাবেন বলে আশা করছি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।