ফাইল ছবি
৩৩ কোটি ৪০ লাখ টাকা অভিযোগে খুলনায় অবস্থিত ওয়েস্টে জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে ৩৬ কোটি ২৭ লাখ টাকা আত্মসাত ও ২ কোটি ৯৭ লাখ টাকা পাচারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৩১ মে) দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ওজোপাডিকো কোম্পানির সচিব আবদুল মোতালেব ও চীনের প্রতিষ্ঠান হেক্সিংয়ের কর্মকর্তা ইয়ে ওয়ন জুনকে তৃতীয় আসামি করা হয়েছে।
২০১৯ বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানি (বেসকো) নামে প্রিপেইড মিটার তৈরির নতুন একটি কারখানা চালু করেছিলো ওজোপাডিকো ও চীনের প্রতিষ্ঠান হেক্সিং ইলেট্রিক্যাল লিমিটেড। শফিক উদ্দিন পদাধিকার বলে ওই কোম্পানি এমডি, ইয়ে ওয়েনজুন কোম্পানির ডিএমডি এবং কোম্পানি সচিব আবদুল মোতালেব ওই কোম্পানির ডিএমডি ছিলেন।
আপন দেশ/খুলনা ব্যুরো/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।