Apan Desh | আপন দেশ

সড়কে চাঁদাবাজির দায়ে ৮ জনকে বিনাশ্রম কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ৫ জুন ২০২৩

আপডেট: ২২:৫১, ৫ জুন ২০২৩

সড়কে চাঁদাবাজির দায়ে ৮ জনকে বিনাশ্রম কারাদণ্ড

ছবি : আপন দেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়কে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগে আট জনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালত তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

সোমবার (৫ জুন) বিকেলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, মুক্তাগাছা থানা পুলিশ দন্ডপ্রাপ্তদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

এর আগে রোববার (৪ জুন) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ গ্রেফতারকৃত ৮ জনকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মুজাটি এলাকার তারা মিয়ার ছেলে মো. রমজান আলী (২৬), পয়ারকান্দি এলাকার হযরত আলীর ছেলে মো. রমজান আলী (২৫), মৃত হাসেন আলীর ছেলে মো. নবী হোসেন (৩৫), গোলাম রসুলের ছেলে মো. আমিরুল ইসলাম, মো. মালেক মিয়ার ছেলে মো. লিটন (৩৪), ঈশ্বর গ্রামের মো. আলী আকবরের ছেলে মো. মোশাররফ হোসেন ইমরান (২৮), মজিবুর রহমানের ছেলে জসিম (৩৫) ও মির্জা শফিক ড্রাইভারের ছেলে মির্জা ফয়সাল (২৪)।

ওসি মজিদ জানান, একই সড়কের যানবাহনে চাঁদাবাজির অপরাধে এর আগে দুইজনকে ২ বছর করে কারাদন্ড দিয়েছে।  

জেলা গোয়েন্দা শাখা ডিবি'র ওসি সফিকুল ইসলাম জানান, বেশ অনেকদিন ধরে মুক্তাগাছা পৌর শহরের বিভিন্ন সড়কে অবৈধভাবে পৌর টোল আদায়ের নামে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সংশ্লিষ্টদের নিষেধ করা হলেও চাঁদাবাজি বন্ধ না হওয়ায় জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের আটক করা হয়। 

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়