Apan Desh | আপন দেশ

পায়ের আঙুলের ছাপে ভোট দিলেন আশরাফ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ১২ জুন ২০২৩

আপডেট: ১৪:৪০, ১২ জুন ২০২৩

পায়ের আঙুলের ছাপে ভোট দিলেন আশরাফ

ছবি : সংগৃহীত

খুলনার সিটি করপোরেশনের ৫১ নম্বর গোয়াল পাড়া কমিউনিটি সেন্টার কেন্দ্রে পায়ের আঙ্গুলের ছাপে ভোট দেন আশরাফ আলী মোল্লা। আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার দুটি হাত নেই। তাই পায়ের আঙুলের ছাপ দিয়েই ভোটার হয়েছিলেন তিনি।

সোমবার (১১ জুন) সকালে পায়ের আঙুলের ছাপেই নিজের ভোট দেন আশরাফ। নিজের হাত না থাকায় ভোটদান কার্যক্রমে সহযোগিতায করছে তার ছেলে।

ভোট দেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে জানান, পায়ের আঙুলের ছাপ দিয়ে ভোটার হয়েছিলাম। ভোটও সেভাবেই দিলাম।

উল্লেখ্য, সোমবার খুলনা সিটি করপোরেশনে সকাল ৮টা থেকে এই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের মধ্যে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। মোট ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়