ফাইল ছবি: আবুল খায়ের আব্দুল্লাহ ও তালুকদার আব্দুল খালেক
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত বরিশাল ও খুলনা দুই সিটিতে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। নিকটতম অবস্থানে আছেন ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীরা।
বরিশালে ১২৬ কেন্দ্রের মধ্যে ৪০টির ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৩৩ হাজার ৮৭৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম ৯ হাজার ৭৬২ ভোট পেয়েছেন।
খুলনা সিটিতে ২৮৯ কেন্দ্রের ১০টির ফল প্রকাশ হয়েছে। আওয়ামী লীগের নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক ৫ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মো. আব্দুল আউয়াল ১ হাজার ৯৬৪ ভোট পেয়ে পিছিয়ে আছেন।
আপনদেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।