Apan Desh | আপন দেশ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পুষ্টিবান নাগরিক দরকার

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ১৩ জুন ২০২৩

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পুষ্টিবান নাগরিক দরকার

ছবি : আপন দেশ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অন্যান্য শর্তের পাশাপাশি প্রতিটি নাগরিককে পুষ্টিবান হতে হবে। প্রসুতি মা ও নবজাতকদের যত্ন নিতে হবে বলে জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। 

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রামের সহায়তায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত পুষ্টি সপ্তাহ ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সানজিদা হোসাইন প্রাপ্তি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সিংহজানি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ আকন্দ প্রমুখ। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ছাড়াও স্বাস্থ্য, পরিদর্শক, স্বাস্থ্য সহকারিসহ শতাধীক স্বাস্থকর্মী উপস্থিত ছিলেন।

মোজাফ্ফর হোসেন বলেন, প্রতিটি বাড়ির আঙ্গিনায় শাক, সবজি, ফলমূল চাষ করতে হবে। দেশে পুষ্টিকর খাদ্য আছে। শুধু সচেতনতা বৃদ্ধি করলেই অপুষ্টির হাত থেকে আমাদের শিশুরা মুক্তি পাবে। জাতি পাবে মেধাসম্পন্ন ভবিষ্যৎ সুনাগরিক। যারা ২০৪১ সালে উন্নত দেশ বিনির্মানে কারিগর হিসেব ভূমিকা রাখবে। 

এ ধরণের চমৎকার আয়োজন করার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়