Apan Desh | আপন দেশ

মানিকগঞ্জে ড্রেজার জব্দ করতে গিয়ে পুলিশের অস্ত্র খোয়া

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ১৯ জুন ২০২৩

মানিকগঞ্জে ড্রেজার জব্দ করতে গিয়ে পুলিশের অস্ত্র খোয়া

ফাইল ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে এক পুলিশ সদসের রাইফেল খোয়া গেছে। ওই পুলিশ সদস্যের নাম আল আমিন।

উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাচ্চু মিয়ার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এ ঘটনা ঘটে।

বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে  অবৈধভাবে ড্রেজার বসিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছিল। আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিনটি জব্দ করেন। কিন্ত সেই মোবাইল কোর্ট পরিচালনার সময় রাইফেল হারিয়ে ফেলেন দৌলতপুর থানার পুলিশ সদস্য আলআমিন।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বলেন, মোবাইল কোর্টে বাচ্চু মিয়ার অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। এসময় এক পুলিশ সদস্যের রাইফেল নদীতে পড়ে গিয়েছিল, এখন খোঁজাখুঁজি চলছে।

মোবাইল কোর্ট চলমান রয়েছে জানিয়ে সরকারি কমিশনার (ভূমি) অর্ণব মালাকার পুলিশ সদস্যের রাইফেল হারিয়ে ফেলার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়