ছবি : আপন দেশ
জামালপুরে যুদ্ধাপরাধের মামলায় পলাতক আসামি বিল্লাল হোসেনকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) সকালে সদর উপজেলার হরিনাকান্দার চাঁনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
বেলা ২টায় জামালপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এসপি মো. নাছির উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিল্লাল হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহের মুক্তাগাছায় যুদ্ধপরাধের অভিযোগ রয়েছে।
২০১৫ সালে ১ এপ্রিল মুক্তিযুদ্ধা গোলাপ আলী বাদি হয়ে মুক্তাগাছা থানায় বিল্লালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার ৫-জন জেল হাজতে আছে, ২ জন মারা গেছে ও বাকি পলাতক দুইজন আসমির মধ্যে একজন বিল্লাল। মামলার পর ৮ বছর দেশের বিভিন্নস্থানে পলাতক ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে জামালপুরের পুলিশ তাকে গ্রেফতার করে।
আপন দেশ/প্রতিনিধি/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।