Apan Desh | আপন দেশ

মানবতাবিরোধী অপরাধে রাজশাহীতে গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ২৪ জুন ২০২৩

আপডেট: ১৯:২৪, ২৪ জুন ২০২৩

মানবতাবিরোধী অপরাধে রাজশাহীতে গ্রেফতার ২

ছবি : আপন দেশ

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন মামলার পালাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে চারঘাট উপজেলার কালুহাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের হাবিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৭৫) ও মকছেদের ছেলে খেতাব (৮০)।

গ্রেফতারের পর অসুস্থ্য থাকায় খেতাবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৪ জুন) বিকেলে রাজশাহী জেলা পুলিশের সভাকক্ষে সংবাদ সম্মেলনের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, আসামি মফিজ ও খেতাব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। খেতাব এলাকায় কুখ্যাত রাজাকার হিসেবে পরিচিত। ১৯৭১ সালে চারঘাট থানা এবং সংলগ্ন এলাকায় গণহত্যার দায়ে অভিযুক্ত। তাদেরকে রাজশাহীর আদালতের মাধ্যমে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে হস্তান্তর করা হবে।

এই মামলায় ছয়জন আসামির মধ্যে তিনজন মারা গেছেন। এখনো একজন পলাতক। চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের শহীদ রওশন আলী সরকারের ছেলে গোলাম হোসেন বাদি হয়ে মামলা করেন।

পুলিশ সুপার আরও বলেন, রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ আইনে ১৭টি মামলা হয়। এসব মামলায় আসামি করা হয় ১৩২ জনকে। এদের মধ্যে মারা গেছেন ৫৩। পলাতক রয়েছে ২ জন। বাকিরা জামিনে ও একটি মামলায় সাজা হয়ে কারাগারে আছেন একজন।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়