Apan Desh | আপন দেশ

সেলফি বাস ফেলে দিল, সোলেমান পিষে নিল যুবককে

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৭, ৩ জুলাই ২০২৩

আপডেট: ২৩:২৩, ৩ জুলাই ২০২৩

সেলফি বাস ফেলে দিল, সোলেমান পিষে নিল যুবককে

ফাইল ছবি

আগের বাসটি ফেলে দিল। ঠিক পরের বাসটি পিষে নিল। এটি কোনো ইটপাটকেলের বস্তা নয়। একটি তাজা যুবপ্রাণ কেড়ে নিল একজোড়া বাস। ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বিপণিবিতান রাজ্জাক প্লাজার সামনের ঘটনা এটি। সোমবার বেলা তিনটার দিকে। এ ঘটনায় সাভার হাইওয়ে থানার পুলিশ বাস দুটি জব্দ করেছে। এক চালককে গ্রেফতার করতে পারলেও অন্যজন পালিয়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীদের লোমহর্ষক বর্ণনা-ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি ব্যানারের পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে ফেলে দেয় এক যুবককে। পরে অপর সোলায়মান ব্যানারের একটি বাসের চাকা যুবকের পেটের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহত পিয়াস খান (২৮) সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড় এলাকার আবদুল আজিজ মিয়ার ছেলে। আটক সেলফি পরিবহনের চালক আলী আকবর (৫৪) মানিকগঞ্জের ঘিওর উপজেলার আবদুল মান্নানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ এই মহাসড়কে ভয়ঙ্কর নাম সেলফি। তার সঙ্গে যুক্ত হয়েছে সোলায়মান ব্যানারের বাস। অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেয়া বাসটির বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে কোনো উপলব্ধি হবার মতো নয়। 

আরও পড়ুুুন <> দিনাজপুরের একই স্থানে পরপর ৭ দুর্ঘটনা নিহত ১

পুলিশ জানায়, সোমবার বেলা তিনটার দিকে সাভারে বিপণিবিতান রাজ্জাক প্লাজার সামনের ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী সার্ভিস লেনের সড়ক ডিভাইডার টপকে নিরবচ্ছিন্নভাবে গাড়ি চলাচলের লেনে আসেন পিয়াস খান। পিয়াস তার দুলাভাইয়ের কাছ থেকে বাসার চাবি আনতে সড়কের অপারে যেতে চাচ্ছিলেন। তিনি সড়ক ডিভাইডার টপকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়েন।

আরও পড়ুন <> দাগনভূঁঞায়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

এ সময় নিরবচ্ছিন্নভাবে গাড়ি চলাচলের লেনে আরিচাগামী সেলফি ব্যানারের একটি বাস তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে পেছনের সোলায়মান ব্যানারের একটি বাসের চাকার নিচে পিষ্ট হন। ধাওয়া দিয়ে প্রত্যক্ষদর্শীরা বাস দুটিকে আটক করেন। সোলায়মান ব্যানারের পরিবহনের চালক পালিয়ে গেলেও সেলফি ব্যানারের বাসের চালককে আটক করেন তাঁরা। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ বাস দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত পিয়াস খানের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। দুটি বাস জব্দসহ সেলফি পরিবহনের চালককে আটক করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়