ছবি : আপন দেশ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) ডেঙ্গু প্রতিরোধে সিটির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জুলাই) দুপুরে মৃত্যুঞ্জয় স্কুল রোড, জেসিগুহ রোডের দুই নির্মাণাধীন ভবন এবং রেলির মোড় এলাকার এক টায়ারের দোকানে অভিযান চালান। এসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাই ভবন ও দোকান মালিকদের সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা কর হয়।
মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুন: জামালপুরে ট্রেনে কাটা পড়ল সাবেক সেনা সদস্য
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে মশক নিধনে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ ও পরিস্কার পরি”ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি কার্যক্রমকে জোর দেয়া হয়েছে। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের প্রচারের পাশাপাশি স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ।
আপন দেশ/প্রতিনিধি/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।