Apan Desh | আপন দেশ

মোংলা বন্দরে প্রথমবার ভিড়েছে সাড়ে ৮ মিটার গভীর জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ৩ আগস্ট ২০২৩

আপডেট: ১৮:২১, ৩ আগস্ট ২০২৩

মোংলা বন্দরে প্রথমবার ভিড়েছে সাড়ে ৮ মিটার গভীর জাহাজ

ছবি : আপন দেশ

বাগেরহাট: বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে প্রথমবারের মতো সাড়ে ৮ মিটার গভীরতার কন্টেইনারবাহী জাহাজ নোঙ্গর করেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মায়েরক্স নুসানতারা নামক জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। 

জাহাজটিতে ৪৮৯ টিইউজ (৭ হাজার ৩৫৭ মেট্রিকটন) পণ্য রয়েছে। এই পণ্য খালাস শেষে জাহাজটিতে ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে বলে জানিয়েছেন বন্দরের হারবার ও মেরিন বিভাগ।

এর আগে রোববার (২৫ জুন) বিকেলে প্রথমবারের মতো ৭৫০ টিইউজ কন্টেইনার নিয়ে মোংলা বন্দরে ভিড়েছিল ৮ মিটার ড্রাফটের গিয়ারলেস জাহাজ ‘এমভি ফিলোটিমো’। নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার ও সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বাগেরহাটে বেকারি মালিককে জরিমানা

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বলেন, ‘MV.MAERSK NUSANTARA’ নামক সিঙ্গাপুরের পতাকাবাহী ৮ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজটি মোংলা বন্দরের ৯ নং জেটিতে নোঙ্গর করেছে। জাহাজ থেকে ৩১৫ বক্স ৪৮৯ টিইউজ পণ্য এই বন্দরে খালাস হবে। খালাস শেষে ২৬৩ বক্সে ৩৬৭ টিইউজ পণ্য বোঝাই হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় পর থেকে মোংলা বন্দরের কার্যক্রম ব্যপকভাবে বেড়েছে। এ বন্দর দিয়ে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি শুরু হয়েছে। মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডলিং করা, পর্যাপ্ত ইয়ার্ড ও শেড সুবিধা, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, কাট অব টাইম (Cut Of Time) এর নিয়ম অনুসরণ না করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও পণ্যের নিরাপত্তা বৃদ্ধিসহ নানা সুবিধা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ঢাকার দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হচ্ছেন।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়