ছবি: সংগৃহীত
রাঙামাটি: গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাস্তা ডুবে যাওয়ায় পর্যটন কেন্দ্র সাজেকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে বৃহস্পতিবার (১০ আগস্ট) পরিস্থিতির উন্নতি হওয়ায় আটকা পড়া পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরেছেন। এছাড়া খাগড়াছড়ি থেকেও বেশ কয়েকটি গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতি বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে গিয়েছিল। ফলে খাগড়াছড়ি থেকে দীঘিনালায় যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার ( ৮ আগস্ট) ও বুধবার (৯ আগস্ট) সাজেক থেকে কোনো গাড়ি ছাড়েনি।
এছাড়া বাঘাইহাট থেকেও সাজেকে কোনো গাড়ি যেতে পারেনি। তাই সাজেকে অবস্থানরত পর্যটকরা এই দুদিন সেখানেই আটকা ছিলেন।
>>> আরও পড়ুন: সাজেকে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক
খাগড়াছড়ি সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আলম বলেন, বাঘাইহাট রাস্তা থেকে পানি নেমে গেছে বলে জানতে পেরেছি। তাই দুদিন বন্ধ থাকার পর আজ (১০ আগস্ট) সকাল থেকে আমরা গাড়ি চলাচল শুরু করেছি। সকালে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০-২৫টি গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার গণমাধ্যমকে বলেন, রাস্তা থেকে পানি নেমে যাওয়ায় আজ সকাল ৯টার দিকে সাজেক থেকে পর্যটকদের গাড়ি চলাচল শুরু হয়েছে। খাগড়াছড়ি থেকেও সাজেকের উদ্দেশ্যে কিছু গাড়ি ছেড়ে গেছে বলে জেনেছি।
আপন দেশ/ এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।