ছবি : আপন দেশ
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশ। এতে গ্রেফতাকৃত একজন ৭ মামলার আসামি।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল ৮টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- পাহাড়পুর ইউনিয়নের চানঁপুর গ্রামের জাহের মিয়ার ছেলে আব্দুল হক (৪০) ও বামোটিয়া গ্রামের আব্দুল সোবহানের ছেলে ইমরান মিয়া (৩৪)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, আউলিয়া বাজার তদন্তকেন্দ্রের পুলিশ সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানঁপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদককারবারি ইমরানকে তল্লাশি করে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট পায়। অপরদিকে ৭ মাদক মামলার আসামি আব্দুল হকের মাদক বহনকারী মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া পিতাদের প্রতি সন্তানদের অনুরোধ, ‘দাঙ্গায় জড়ায়ো না’
ওসি বলেন, আব্দুল হক এলাকায় মাদক নিয়ন্ত্রক হিসেবে কাজ করতেন। ইমরানের সঙ্গে পাওয়া ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট আব্দুল হকের বলেও জানতে পারি। আসামিদের মামলার মাধ্যমে কোর্টে পাঠানোর প্রস্ততি চলছে বলেও ওসি জানান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।