Apan Desh | আপন দেশ

ডিস বিল নিয়ে বিতর্ক, ঘুষিতে গ্রাহক নিহত

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৬, ১৪ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:২৪, ১৪ আগস্ট ২০২৩

ডিস বিল নিয়ে বিতর্ক, ঘুষিতে গ্রাহক নিহত

প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরে ডিসের বিল উঠানোকে কেন্দ্র করে ডিস কর্মচারীর ঘুষিতে গ্রাহক নিহত হয়েছে। নিহত গ্রহকের নাম হাফিজুর রহমান (৩৪)। সোমবার (১৪ আগস্ট) সকালে জামালপুর শহরের রামনগর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রামনগর গ্রামের তোতা মিয়ার ছেলে। সে পেশায় মাইক্রোবাস ড্রাইভার।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিসের বিল উঠানো নিয়ে ডিসের নিহত হাফিজুরের সঙ্গে ডিস কর্মচারী সৌরভের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে হাফিজুর সৌরভকে চরথাপ্পর মারে। পরে সৌরভ উত্তেজিত হয়ে এলোপাথারী ঘুষি মারলে হাফিজুর গুরুতর আহত হয়। স্থানীয়রা হাফিজুরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

আরও পড়ুন: পেয়ারা দেয়ার প্রলোভনে মাদ্রাসা শিক্ষার্থী বলৎকার

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ খান বলেন, নিহত হাফিজুরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়