ছবি: আপন দেশ
অবৈধ শত কোটি টাকার মালিক সাইদুল ইসলাম ধরা ছোঁয়ার বাইরে। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার আইলাপুর (গাজিটেকার) গ্রামের আওয়ামী লীগ নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনা চোরাচালান, অস্ত্র ব্যবসা, মানুষের সম্পত্তি দখল এবং স্থানীয় পুলিশের দালালী করে শত কোটি টাকার মালিক এ নেতা। বর্তমানে তিনি প্রশাসনের নজর থেকে এখনো দূরে রয়েছেন।
স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করছেন, সাইদুল ইসলাম সোনা চোরাচালান, হুন্ডি, অস্ত্র ব্যবসা, মানুষের জমি দখল, দালালী, ইয়াবাসহ সিলেট বিভাগের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বিগত সরকারের আমলে তার কার্যক্রম বাড়তে থাকায় সে আইনের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকলেও সেগুলোকে তোয়াক্কা না করে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছে। প্রায়ই তাকে এলাকার হাট-বাজারে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায়।
সূত্রে আরও জানা গেছে, সাইদুলের সাথে স্থানীয় আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা-কর্মীদের ব্যবসায়িক লেনদেনের অসংখ্য ছবি রয়েছে। বিগত সরকারের সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতার সহযোগিতা ও সাবেক এক মন্ত্রীর সখ্যতার কারণে সে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।
জানা যায়, বড়লেখা বাজারে বিশাল শপিং মার্কেটের মালিক সাইদুলের নামে ফ্রান্স, দুবাইসহ বিভিন্ন দেশে শত শত কোটি টাকার সম্পত্তি রয়েছে। সাবেক আলোচিত আইজিপি বেনজীরসহ অর্ধশতাধিক সরকারি কর্মকর্তাদের অবৈধভাবে উপার্জিত টাকা আরব আমিরাত, কাতার, লন্ডন, সৌদি আরব, কানাডা ও ফ্রান্সে বিনিয়োগ করেছে। এ সুবাদে সে ইউরোপ ও দুবাইতে অবাধে যাতায়াত করছে।
স্থানীয়দের অভিযোগ, সাবেক আইজিপি বেনজীরের মোটা অংকের টাকা সাইদুল ডলার বানিয়ে দিতে সহায়তা করতেন, যার ফলে পুলিশের হাত তার মাথায় ছিল। তার কাছে পুলিশ ব্যবহৃত ওয়াকিটকি ও অবৈধ অস্ত্র থাকার অভিযোগ রয়েছে। সিলেটের বিভিন্ন স্থানে তার অবৈধ মালামাল রয়েছে।
সাইদুলের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে সিলেট শহরে অবস্থান করছেন। তার আহত ভাইকে হাসপাতালে চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। এ ছাড়া বিদেশে পালানোর চেষ্টা করছেন।
এদিকে, স্থানীয় এলাকাবাসী সাইদুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন কার্যকরী ভূমিকা রাখার আহবানও জানান তারা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।