Apan Desh | আপন দেশ

সালমানের সম্পদের খোঁজে দুদক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪৯, ২২ অক্টোবর ২০২৪

সালমানের সম্পদের খোঁজে দুদক

ফাইল ছবি

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সম্পদ খোঁজে ৬৩টি ব্যাংককে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক।

মঙ্গলবার (২২ অক্টোবর) সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে তথ্য চাওয়া হয়।
 
দুদকে সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, শেয়ার কারসাজি করে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা লোপাট করেন সালমান। অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ৩৬ হাজার কোটি টাকা ঋণের টাকা লোপাট করে বিদেশে পাচার করেছেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়