Apan Desh | আপন দেশ

সাবেক ডিবি প্রধান হারুন-পরিবারকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:৫১, ২৪ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:৩৬, ২৪ অক্টোবর ২০২৪

সাবেক ডিবি প্রধান হারুন-পরিবারকে দুদকে তলব

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ (ফাইল ছবি)

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ, তার স্ত্রী, মা, ভাই ও শ্বশুরসহ ১২ আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক পৃথক নোটিশে তাদেরকে আগামী ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।

সাবেক ডিবি কর্মকর্তা হারুনের অন্য স্বজনরা হলেন, তার স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন, ভাই এবিএম শাহরিয়ার, চাচা ফরিদ উদ্দিন আহম্মেদ, মো. মতিউর রহমান, খালা মোছা. মিনারা বেগম, মামা মো. সুমরাজ মিয়া, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, রাকিব উদ্দিন দেওয়ান রতন এবং চাচাতো ভাই আল রাসেল।

দুদক উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সই করা চিঠিতে জানা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদেরকে তলব করা হয়েছে।

গত ১৮ আগস্ট আলোচিত এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরের দিন সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়