Apan Desh | আপন দেশ

দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:৫০, ২৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৪৭, ২৯ অক্টোবর ২০২৪

দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিশনার মোছা. আছিয়া খাতুন ও কমিশনার মো. জহুরুল হকও পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তারা পদত্যাগ করেন।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নিয়োগ গেজেটে সই করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন তিনি।

বাকি দুই কমিশনারদের মধ্যে জহুরুল হক ছিলেন সাবেক জজ। এছাড়া আছিয়া খাতুন ছিলেন সাবেক সচিব। এ কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হিসেবে দুদক পরিচালনা করেছেন। যেখানে রাষ্ট্রের স্বার্থের চেয়ে সরকারের স্বার্থকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়