Apan Desh | আপন দেশ

সাংবাদিক আশীষ সৈকত-নঈম তারিকের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪২, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:০৯, ৩০ অক্টোবর ২০২৪

সাংবাদিক আশীষ সৈকত-নঈম তারিকের ব্যাংক হিসাব তলব

আশীষ সৈকত ও নঈম তারিক। ফাইল ছবি

সাংবাদিক আশীষ সৈকত-নঈম তারিকের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। আশীষ সৈকত বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক। আর নঈম তারিক ডিবিসি নিউজের প্রধান বার্তা সম্পাদক।

আজ (৩০ অক্টোবর) দেশের সরকারি-বেসরকারি ৫৬টি ব্যাংকে চিঠি দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ ছাড়াও জাতীয় সঞ্চয় পত্র অধিদফতরসহ আর্থিক প্রতিষ্টানে চিঠি দিয়ে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে।

চিঠিতে বিএফআইইউ জানতে চেয়েছে, তাদের নামে কোনো ব্যাংক লকার, সেভিংস কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে কি না। তাদের অর্থের লেনদেনের তথ্য। এ ছাড়া তাদের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়পত্র হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

বিভিন্ন তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে বিএফআইইউ’র দায়িত্বশীল সূত্র। সরকারের একটি সংস্থা এ তথ্য চেয়েছে। যা তাদের আর্থিক বিবরণীর অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের দেড় মাস পর সাংবাদিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গোপনে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ কারণে সম্প্রতি বিএফআইইউ’র কাছে তথ্য চাওয়া হয়েছে।

আপন দেশ/এমবি 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়