Apan Desh | আপন দেশ

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৮, ৪ নভেম্বর ২০২৪

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। ফাইল ছবি

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৪ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

পুলিশ জানায়, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় গতরাত ১২টার দিকে ভাটারা থানার প্রগতি স্মরনী থেকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ। 

মহিববুল্লাহ বলেন, গান বাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হাসান তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।

ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে গান বাংলার তাপস। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে আসামীদের ছোড়া গুলিতে বাদীর পেটে গুলি লাগে। গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে অপারেশনের মাধ্যমে তার পেটের গুলি বের করা হয়। পরে তার অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়