Apan Desh | আপন দেশ

রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৫১, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৪

রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ

ফাইল ছবি

কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুলে রূপালী ব্যাংকের ভেতরে থাকা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সবাই অক্ষত রয়েছে। 

৩ ঘণ্টা ধরে ব্যাংকের ভেতরে অবস্থান করে ডাকাতরা। এসময় তারা ব্যাংকের কর্মকর্তাদের আটকে রেখে গুলি চালানোরও চেষ্টা করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ ৩ ঘণ্টা পর তিন ডাকাত আত্মসমর্পণ করে। 

বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। ব্যাংকটির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের করা হয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে। এসময় তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করেন। খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ব্যাংকটি ঘেরাও করে রাখেন।

আরও পড়ুন<<>> রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছিল। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে।  আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালোনা করে।এসময় ডাকাত দল আত্মসমর্পণ করে। তাদের অস্ত্র পুলিশের কাছে জমা দেয়। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়