Apan Desh | আপন দেশ

৩০ কোটি ডলার পাচার 

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৭, ২২ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়

মার্কিন যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ ডিসেম্বর) সকালে এ তথ্য জানায় দুদক।

এর আগে, ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম–দুর্নীতি হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়