Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের তদন্তে দুদক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ০৯:৫৯, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:২৫, ২৪ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের তদন্তে দুদক

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে এসব ব্যক্তির লেনদেনের তথ্য সংগ্রহের জন্য। সে-সঙ্গে নির্বাচন কমিশন ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিস থেকেও তাদের ব্যক্তিগত নথি সংগ্রহের জন্য চিঠি পাঠানো হয়েছে।

অনুসন্ধানে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ৮টি বড় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। আরও একটি অভিযোগে তাদের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার কোটি টাকা) পাচারের অভিযোগ উঠেছে।

দুদক অনুসন্ধান শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার (৬০ হাজার কোটি টাকা) লোপাটের অভিযোগে। জানা গেছে, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এ অর্থ পাচার করা হয়েছে। এতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকেরও হাত ছিল।

এ অভিযোগে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামক একটি সংস্থা দাবি করেছে, তারা রাশিয়ার সঙ্গে একটি অস্ত্র চুক্তি ও অন্যান্য চুক্তি দিয়ে এ অর্থ পাচার করেছে। টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও শেখ হাসিনার পরিবারের অন্য সদস্যরা এ দুর্নীতির মাধ্যমে টাকা লোপাটের সুবিধা নিয়েছেন বলে বলা হচ্ছে।

এফবিআইও এ পরিবারের বিরুদ্ধে তদন্ত করছে। বিশেষ করে, সজীব ওয়াজেদ জয় ও তার মা শেখ হাসিনার বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা দাবি করেছে, সজীব ওয়াজেদ জয় হংকং ও কেম্যান আইল্যান্ডের ব্যাংকগুলোর মাধ্যমে এ টাকা পাচার করেছেন।

২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম উঠে আসে। এরপর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছেন। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিও রয়েছে। যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়