Apan Desh | আপন দেশ

বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদের বিরুদ্ধে মামলা, স্ত্রীকে নোটিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৩, ২ জানুয়ারি ২০২৫

বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদের বিরুদ্ধে মামলা, স্ত্রীকে নোটিস

মাসুদ বিশ্বাস ও তার স্ত্রী কামরুন নাহার

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগআনা হয়েছে তার বিরুদ্ধে।  

দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার (০২ জানুয়ারি) কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) এ মামলাটি করা হয়েছে। 

আরও পড়ুন<<>> ওয়াকিদের স্মার্ট ক্যারিশমায় শীর্ষ খেলাপিরাও পেত সিআইবি ছাড়পত্র

মামলার এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

এ জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন<<>> বাংলাদেশ ব্যাংকের তিন কার্যালয় ছিল এস আলমের!

এদিকে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিস জারির অনুমোদন করেছে কমিশন।

দুদক গোপন সূত্রে জানতে পেরেছে, ঢাকার বিভিন্ন স্থানে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে জমি ও ফ্ল্যাট রয়েছে। 

অনুসন্ধানে সেসব বিষয় খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়