Apan Desh | আপন দেশ

শিবলীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইবে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

শিবলীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইবে দুদক

দুদকে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ছবি: আপন দেশ

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে দুদক। দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অন্য দুর্নীতিবাজদের হ্যাণ্ডকাপ পরানো হলেও তাকে স্বাভাবিকভাবেই দুদক কার্যালয় থেকে আদালতে নেয়া হয়। 

জানা গেছে, বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের এ অধ্যাপক। গত বছরের ১৬ মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত।

এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়