Apan Desh | আপন দেশ

দুদকের আট কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দুদকের আট কর্মকর্তা বদলি

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) এ আদেশ জারি করা হয়েছে। প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, বদলিকৃতরা আগামী ০৯ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় বর্ণিত তারিখ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

দুর্নীতি দমন কমিশনের স্মারক নম্বর: ০০.০১.০০০০.১০৩.০৪.০০১.২১.৫৪৩, তারিখ: ২২-০৮-২০২১ খ্রি.। মতে, দুদকের প্রধান কার্যালযয়ের প্রধান উপপরিচালক (মানিলন্ডারিং) মোঃ গুলশান আনোয়ারকে বদলিয় করা হয়েছে সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারে।

আরও পড়ুন<<>> শিবলীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইবে দুদক

সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের উপপরিচালক সুবেল আহমেদকে বদলি করা হয়েছে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ। প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-৩) মোঃ নাজমুচ্ছায়াদাতকে সমন্বিত জেলা কার্যালয়,ঢাকা-১ এ যুক্ত করা হয়েছে। প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামকে জেলা কার্যালয় নওগায় বদলি করা হয়েছে। জেলা কার্যালয় নওগা থেকে মোঃ মাহফুজ ইকবালকে প্রধান কার্যালয়ের উপপরিচালক হিসেবে (মানিলন্ডারিং) যুক্ত করা হয়েছে। প্রধান কার্যালয়ের উপপরিচালক (বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান) মোঃ সালাহ উদ্দিনকে বদলি করা হয়েছে  সমন্বিত জেলা কার্যালয়, যশোরে। সমন্বিত জেলা কার্যালয় যশোরের মোঃ আল আমিনকে যুক্ত করা হয়েছে প্রধান কার্যালয়ে। দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা সংযুক্ত দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের। সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজারের সহকারী পরিচালক  মোঃ রিয়াজ উদ্দিনকে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ বদলি করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়