Apan Desh | আপন দেশ

কামাল মজুমদার-তার ছেলের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

কামাল মজুমদার-তার ছেলের নামে দুদকের মামলা

সংগৃহীত ছবি

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা করেছে। অভিযোগ—অবৈধ সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো আক্তার হোসেন। তিনি বলেন, কামাল আহমেদ মজুমদার ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

দুদকের তথ্য অনুযায়ী, কামাল মজুমদার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে ও প্রতিষ্ঠানের নামে থাকা ১০টি ব্যাংক হিসাবে ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দ্বিতীয় মামলায় কামাল মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আসামি করা হয়েছে। অভিযোগ—তারা ক্ষমতার অপব্যবহার ও আর্থিক প্রভাব খাটিয়ে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।

এছাড়া কামাল আহমেদের স্ত্রী শাহিদা কামালের নামে কোনোন আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তথাপি তার নামে বেনামে সম্পদের প্রমাণ পাওয়ায় দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়