Apan Desh | আপন দেশ

সেই দুর্নীতিবাজ পারভেজ ওএসডি

প্রকাশিত: ২১:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সেই দুর্নীতিবাজ পারভেজ ওএসডি

ফাইল ছবি

ফেব্রুয়ারির ১৬তারিখে প্রোমোশন পেয়েছিলেন। যোগদান করা হয়নি। তার আগেই ১৮ ফেব্রুয়ারি হাতে আসলো ওএসডির চিঠি। এ দশা উপ-সচিব আমিন আল পারভেজের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরে ওএসডির আদেশ জারি করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় পারভেজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়। পরদিনই (১৭ ফেব্রুয়ারি) আপন দেশ ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়। 

আমিন আল পারভেজ কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) থাকাকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ভবন নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতি করেন। মামলার নথি অনুযায়ী, তিনি ২২ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ৩০ নম্বর আসামি।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটির তদন্ত হয়। সংস্থার উপ-সহকারী পরিচালক ২০২০ সালে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে অর্থ আত্মসাতের দালিলিক প্রমাণ পাওয়া যায়। তবে দু’জন প্রভাবশালী এক মহাপরিচালকের নির্দেশে দীর্ঘ পাঁচ বছর প্রতিবেদনটি ধামাচাপা দেয়া হয়।

গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, বিতর্কিত কোনো কর্মকর্তাকে আমরা গ্রহণ করবো না। 

দুদক সূত্র জানিয়েছে, পাঁচ বছর ধরে ধামাচাপা দেয়া তদন্ত প্রতিবেদনটি আলোরমুখ দেখছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়