Apan Desh | আপন দেশ

সাবেক সেনা সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:১৩, ১ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৫৫, ২ মার্চ ২০২৫

সাবেক সেনা সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

সাইফুল আলম।

সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে। তার বাসায় অভিযান চালায় দুদক ও সেনা কর্মকর্তাদের দল। অভিযানে আড়াই কোটি টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় তার ক্যান্টনমেন্টের বাসায় রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। এতে এ টাকা জব্দ করা হয়। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, সাইফুল আলম পলাতক থাকায় অভিযানে অংশ নেয় যৌথবাহিনী। পরে দুদককে অবগত করা হয়।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত টাকা বর্তমানে দুদকের হেফাজতে রয়েছে। রোববার (০২ মার্চ) তা আদালতে উপস্থাপন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন>>>সাবেক প্রতিমন্ত্রী রাসেল-সাবেক এমপি শাহে আলমের নামে ২ মামলা

এছাড়া ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। দুদকের গোয়েন্দা সেল গোপনে অনুসন্ধান চালিয়ে তার নামে অবৈধ সম্পদের তথ্য পায়।

সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট ও তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়