Apan Desh | আপন দেশ

সনাতন যতনের থাবায় বিধবা তাহেরার সম্পদ, জীবন নিরাপত্তাহীনতায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৪১, ১৫ মার্চ ২০২৫

সনাতন যতনের থাবায় বিধবা তাহেরার সম্পদ, জীবন নিরাপত্তাহীনতায়

দলখকৃত জমিতে টুলেট ঝুলিয়েছেন যতন কুমার সরকার

মাফিয়া হাসিনা সাম্রাজ্যের পতন হয়েছে। কিন্তু উত্থান হয়েছে যতনের। এ যতন যেনোতেনো কোনো ‘যতন’ নন। তিনি রাজধানীর ৩ নং পিসি ব্যানার্জী লেন, সিংটোলা নিবাসী ‘যতন কুমার সরকার’। আওয়ামী প্রপাগান্ডা মেশিন দেশব্যপি সংখ্যালঘু নির্যাতনের ধুয়ো তুলছে ৫ আগস্টের পর। সংখ্যালঘু যতন কুমার সরকারের ঘটনা ঠিক উল্টো। নিপীড়ন, জালিয়াতি ও বিধবার সম্পত্তি জবর-দখলের জন্য  এ যতন বেছে নিয়েছেন ড.মুহাম্মদ ইউনূস সরকার আমলের সময়টিকে।

সরকারের মানবিকতা ও ভদ্রতাকে যতন বেছে নিয়েছেন পরধন আহরণের মোক্ষম মুহূর্ত হিসেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা ভুক্তভোগী বিধবা তাহেরা আক্তারের একটি আবেদন থেকে যতনের যাতনা সম্পর্কে খানিক ধারণা মিলতে পারে।

আবেদনের তথ্য মতে, এক সময়কার নামকরা ব্যবসায়ী মরহুম আহম্মেদ আলীর (মিয়া ভাই) স্ত্রী তাহেরা আক্তার। আদালতের রায়ের উল্টো ব্যাখ্যা প্রচার করে স্বামীহারা এ বিধবার সম্পত্তি জবর-দখলের পাঁয়তারা চালাচ্ছেন জালিয়াত মাস্টার যতন কুমার সরকার। হুমকি-ধামকি দিচ্ছেন ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে । ভাড়াটিয়া উচ্ছেদসহ প্রাণে মেরে ফেলারও দিচ্ছেন হুমকি। বাড়ির একাংশের ভাড়া তুলে আত্মসাৎ করছেন।

অন্তর্বর্তী সরকারের  পুলিশী তৎপরতায় শিথিলতার সুযোগ নিয়ে তাহেরা আক্তারে সম্পত্তি দখলের জন্য বেছে নিয়েছেন এ সময়টিকে।

আরও পড়ুন<<>> বান্ধবীর দুর্নীতিতে ফাঁসলেন সালমান এফ রহমান

গত ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনে তাহেরা বলেন, তফসিল বর্ণিত সম্পত্তি আমি ও আমার মেয়ে শিমুল, পিতা- মরহুম আহমেদ আলী ( মিয়া ভাই), রাজধানীর ভাটারা এলাকার ২৪৮৯ নম্বর মাদানি এভিনিউর বাড়িটি ২৪৮৯ খরিদসূত্রে মালিক হিসেবে ভোগ-দখলে আছি। তফসিল বর্ণিত সম্পত্তির (ঢাকা জেলাধীন বর্তমান তেজগাঁও হালে গুলশান অধীন ভাটারা মৌজাস্থিত সি.এস. খতিয়ান নং-৩৮৭, এস.এ. খতিয়ান নং-৩৭৭, সিএস ও এসএ দাগ নং-২৪৮৯, সম্পত্তির পরিমাণ-৯৯ শতাংশ। কাতে ২৪ শতাংশ। আর.এস. খতিয়ান নং-২৪৯০.আর.এস.দাগ নং৬৬৩১। সিটি জরিপ খতিয়ান নং-৪৪৩৪, দাগ নং-৯৭৪৭, খতিয়ান নং-৪৪৯২, দাগ নং-৯৭৪৮) ওপর ভবন নির্মাণ করে তাতে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিয়ে ভাড়া দিয়ে  শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছি। এ অবস্থায় জনৈক যতন কুমার সরকার, পিতা-মোহন বাঁশি সরকার, স্থায়ী ঠিকানা-ভাটারা, গুলশান ঢাকা, বর্তমান ঠিকানা- মেসার্স মোহনী ট্রেড ইন্টারন্যাশনাল, ৩ নং পিসি ব্যানার্জি লেন, সিংটোলা, সূত্রাপুর, ঢাকা।

তিনি আমার স্বত্ত্ব ঘোষণার নিমিত্তে দেওয়ানি মোকদ্দমা (নং-৪০২/২০১২) দায়ের করেন। এ মামলায় আমাকে ১ নম্বর বিবাদী, স্বামী মরহুম আহমেদ মিয়াকে ২ নম্বর বিবাদী এবং আমাদের মেয়ে শিমুল আক্তারকে ৩ নম্বর বিবাদী করা হয়। আমরা মামলাটি বিবাদী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। উভয়পক্ষের শুনানি শেষে গত বছরের ২১ নভেম্বর আদালত রায় দেন। রায়ে যতন কুমার সরকারের করা মামলাটি খারিজ হয়।

পরে গত ডিসেম্বরে আদালত দীর্ঘ ছুটিতে থাকায় রায়ের সইমুহুরি নকল সংগ্রহ করা  আমার (তাহেরা) পক্ষে সম্ভব হয়নি। এ সুযোগে মামলায় পরাজিত যতন কুমার সরকার আদালতের রায় গোপন করে প্রচারণা চালিয়েছেন যে, মামলায় তিনিই জয়লাভ করেছেন। একতরফা মিথ্যা প্রচারণার এক পর্যায়ে গত ২২ নভেম্বর দুপুর আনুমানিক ২টার সময় ১০/১২ জনের অজ্ঞাতনামা সন্ত্রাসী দল আমাকে (তাহেরা আক্তার) ওই জমির দখল ছেড়ে দেয়ার হুমকি দেন যতন। আমার ভাড়াটিয়ারা তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে মারধর করতে আসে। পরে ভাড়াটিয়াদের চিৎকারে আশপাশের লোকজন এসে সন্ত্রাসীদের বেআইনি কার্যকলাপের প্রতিবাদ জানান।

এতে সন্ত্রাসী গ্রুপটি সেদিনের মতো চলে যায়। পরবর্তীতে সংখ্যায় ভারি হয়ে সন্ত্রাসী গ্রুপটি আমার সম্পত্তি জবর-দখল করবে-মর্মে হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে আমি (তাহেরা), আমার মেয়ে শিমুল আক্তার এমনকি বাড়ির ভাড়াটিয়ারা জান-মালের ক্ষয়-ক্ষতি এবং চরম নিরাপত্তাহীনতায়  ভুগছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনে তাহেরা আক্তার যতন কুমার সরকার, তার দেয়া দখলদার-ভাড়াটিয়াদের হাত থেকে তফসিলভুক্ত সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মিনতি জানিয়েছেন। তাহেরা আক্তার বর্তমানে রোড-৪, বাড়ি-১৯, বনানীতে বসবাস করছেন।  

এদিকে আদালতের রায়ের উল্টো ব্যাখ্যা দাঁড় করিয়ে বিধবার বাড়ি দখল-চেষ্টার অভিযোগ সম্পর্কে জানতে ফোন কবা হয় যতন কুমার সরকারকে।

জবাবে তিনি বলেন, আমি তাাহরা আক্তারকে চিনিই না। সম্ভববত তিনিও আমাকে চিনেন না। আমি আমার পৈত্রিক সম্পত্তিতে আছি, তার জায়গায় যাইনি। কারো জমি দখল করিনি। টু লেট যেটা তা আমার জমিতে।

তিনি বলেন, আমি ঘটনাস্থল ভাটারা থেকে ২০ কিলোমিটার দুরে থাকি। আমি আমার পৈত্রিক জমি বিক্রি করিনি। জমি নিয়ে মামলা চলমান আদালত যে রায় দিবে তা মেনে নেব।  

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়