Apan Desh | আপন দেশ

জিএম কাদের-তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫০, ২৩ মার্চ ২০২৫

জিএম কাদের-তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

শরীফা কাদের ও জিএম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার স্ত্রী শরীফা কাদের। তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সেট্রাল ইন্টেলিজেন্স থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। ওই চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বরাবর দেয়া হয়েছে।

গত ২০ মার্চ থেকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

আরও পড়ুন>>>ঈদের আনন্দে মাতবে বিশ্ব মুসলিম

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ১৯৯৬ সাল থেকে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯-২০১৪ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়