Apan Desh | আপন দেশ

রাজশাহীতে শিশু অপহরণকালে টিকটকার নারী আটক, গণধোলাই

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১২, ২ এপ্রিল ২০২৫

রাজশাহীতে শিশু অপহরণকালে টিকটকার নারী আটক, গণধোলাই

বাঁ থেকে লুবনাত জাহান লাবনী, মায়েক কাছে শিশু মরিউম। ছবি: আপন দেশ

রাজশাহীতে শিশু অপহরণের অভিযোগে লুবনাত জাহান লাবনীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ওই নারীকে পরে চন্দ্রিমা থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার (০২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিরোইল কলোনির ২ নং গলির ঘটনা এটি। 

অপহৃত বাচ্চাটির নাম মরিউম। বয়স  ১ বছর। সে শিরোইল কলোনি এলাকার শামিম হোসেন জনির মেয়ে। 
মরিউমের মা আকতার বানু ময়না জানান, সকাল ৬টার দিকে তিনি ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন, তখন অপহরণকারী মহিলা তাদের বাসায় ঢুকে পড়ে। এসময় মরিউমের বড় মেয়ে অন্তরা (৮) চিৎকার করে জানান যে, একটি মহিলা মরিউমকে কোলে করে নিয়ে যাচ্ছে। নিচে নেমে এসে মরিউমের মা দেখতে পান, ওই মহিলা শিশুর গলায় কাঁচি ধরে হত্যার হুমকি দিচ্ছিল।

মরিউমের বাবা শামিম হোসেন জনি এগিয়ে আসলে, অপহরণকারী নারী তাকে কাঁচি দিয়ে আঘাত করে। তার শরীরে খামচি দিয়ে জখম করে। এর পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে অপহরণকারী মহিলাকে গণধোলায় দেয় এবং পুলিশে সোপর্দ করে। এর আগে অপহরণকারীর হাতে থাকা একটি ব্যাগ তল্লাশী করে একটি কাপড় কাটা কেচি, গাঁজা খাওয়া কোলকি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানাগেছে, আলেক্সা আসিফ (Alexa Asif) নামে একটি টিকটক আইডি রয়েছে লাবনীর। সে জানায় তার গ্রামের বাড়ি ঢাকা সাভার এলাকায়।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাবনীকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি একেকবার একেকরকম কথা বলছে। 

তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ না দেয়ায়, অভিযুক্ত নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, স্থানীয়দের কিছু ব্যক্তি দাবি করেছেন যে, লাবনী মানসিক সমস্যায় ভুগছেন, অথবা তিনি মানসিক সমস্যার অভিনয় করছেন। তার মানসিক অবস্থা নিয়ে নানা সন্দেহ রয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়