Apan Desh | আপন দেশ

ঘুষের আখড়া সাব-রেজিস্ট্রি অফিস, ৩৫টিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৩৩, ১৬ এপ্রিল ২০২৫

ঘুষের আখড়া সাব-রেজিস্ট্রি অফিস, ৩৫টিতে দুদকের অভিযান

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান

ঘুষ ছাড়া রেজিস্ট্রি হয় না জমি। জমি সংক্রান্ত যেনো কাগজপত্র পেতে সাব রেজিষ্ট্রি অফিসের ইটপাটকেলও টাকা নেয়। এমন অভিযোগ পুরনো। তবে লাগাম টানতে উদ্যোগ নিয়েছে সরকার। 

ঘুষ, দুর্নীতি, গ্রাহকদের সেবাবঞ্চিত করাসহ বিভিন্ন অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাতেনাতে ধরেছে অনিয়ম। 

বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে পৃথকভাবে এ অভিযান শুরু করা হয়। মাঠে ছিল ৩৫টি এনফোর্সমন্টে টিম। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাব-রেজিস্ট্রি অফিসসহ সব মিলিয়ে দুদকের এটি সবচেয়ে বড় এনফোর্সমেন্ট অভিযান এটি। সাব-রেজিস্ট্রি অফিসে নানাবিধ অনিয়ম-দুর্নীতি খুঁজতে দুদকের ৩৫টি অভিযান একযোগে চলে।

অভিযানে যা পেলো দুদক:

সন্ধ্যায় দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বিবৃতিতে জানান, সকাল থেকে একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রারের কার্যাললে অভিযান পরিচালনা করে নহদ টাকা, অসঙ্গতিপুর্ণ দলিল-পত্র, ঘুষগ্রহণসহ বিভিন্ন অনিয়ম পেয়েছে দুদক টিম। এর বর্ণনা দিয়ে তিনি জানান- 

দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান পরিচালনাকালে একজন নকলনবিশের কাছ থেকে ২৪ হাজারটাকা ও একজন অফিস সহকারীর কাছ থেকে ১১ হাজার ৫০০ টাকা হাতেনাতে উদ্ধার করা হয়। ওই টাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় নকলনবিশকে সাময়িক বরখাস্ত করা এবং অফিস সহকারীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জেলা রেজিস্ট্রার টিমকে আশ্বস্ত করা হয়েছে।

কুষ্টিয়ার খোকসাতে নাইট গার্ডের কাছে ৪০ হাজার টাকা পাওয়া যায়। টাকার ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এছাড়াও অফিস কার্যক্রমে অনিয়ম ও অসঙ্গতির সত্যতা পাওয়া যায়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, ৫২(খ) রশিদ বইয়ে গরমিল এবং মোহরাদের দ্বারা দলিল প্রতি ১ হাজার ৯০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত আদায়ের প্রমাণ পাওয়া যায়। সিলেটের গোয়াইনঘাটে আবাসিক ভূমি রেজিস্ট্রেশন, নকল উত্তোলনসহ প্রতিটি ধাপে ঘুষ লেনদেনের তথ্য সেবাগ্রহীতাদের সাক্ষ্যে উঠে আসে। একজন ভুক্তভোগী জানান, একটি দলিল সম্পন্ন করতে তাকে ৪০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

যশোর সদরের  এক অফিস সহকারীর টেবিল থেকে ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। খুলনা সদরে ছদ্মবেশে অভিযান চালিয়ে ঘুষ গ্রহণ, অতিরিক্ত অর্থ আদায়, রেকর্ডপত্রে অসঙ্গতি এবং দালালদের সক্রিয়তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়। কয়েকজনকে জেলা রেজিস্ট্রার বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়।

ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে একজন উমেদার সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি করার সময় হাতেনাতে ধরা পড়েন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সাবেক এক অফিস সহকারীকে অনুমোদন ব্যতিরেকে বরখাস্ত আদেশ প্রত্যাখ্যান এবং ১৯ জন নকলনবিশ নিয়োগে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এছাড়া এক পদোন্নতিতে সিনিয়রদের উপেক্ষা ও দূরবর্তী কর্মকর্তা দ্বারা অতিরিক্ত দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে বায়না ও কবলা দলিল সম্পাদনে অনিয়ম এবং নকল পেতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। বরিশাল সদরের চর বদনা মৌজায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দলিল সম্পাদন এবং উৎস কর জমা না দিয়েই দলিল সম্পাদনের তথ্য পাওয়া যায়। টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অসাধু উদ্দেশ্যে হয়রানি ও সামান্য তথ্যগত অমিল দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। শরীয়তপুর সদরে জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করে ৩৮ লাখ ৮৩ হাজার ৫০৫ টাকা রাজস্ব ক্ষতির তথ্য প্রমাণসহ উদঘাটিত হয়।

এছাড়াও লক্ষ্মীপুরের রায়পুর, জামালপুরের সরিষাবাড়ি, বগুড়ার কাহালু, বাগেরহাটের মোরেলগঞ্জ,ঝালকাঠির রাজাপুর,চট্টগ্রামের চন্দনাইশ,হবিগঞ্জের চুনারুঘাট,

কিশোরগঞ্জের ইটনা, গাজীপুর সদর, কুমিল্লার নাঙ্গলকোট,টাঙ্গাইলের কালিহাতী, নওগাঁ সদরে, পাবনা সদর, নারায়ণগঞ্জ সদর, নোয়াখালী সদর, রাজশাহীর গোদাগাড়ী, রংপুরের গঙ্গাচড়া,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, পটুয়াখালীর বাউফল, ঢাকার মিরপুরে (বিশিল)অভিযান পরিচালনা করে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়, হয়ারানি, দালাল চক্রের সক্রিয়তা এবং রেকর্ডপত্রে অসঙ্গতির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সকল অভিযানসমূহে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট টিমসমূহ কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আপন দেশ/এবি

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়