Apan Desh | আপন দেশ

মোংলায় থানার ওসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ৯ আগস্ট ২০২৩

আপডেট: ২১:২২, ৯ আগস্ট ২০২৩

মোংলায় থানার ওসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ 

ছবি : আপন দেশ

বাগেরহাট জেলার মোংলা থানার ওসি মো. শামসুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলায় বাড়ী থেকে উচ্ছেদসহ বিভিন্ন হয়রানির অভিযোগ আনলেন এক পরিবার। ওসিকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। 

বুধবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই ওসি’র অপসারণসহ তার শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল গফুরের স্ত্রী শামীমা ইয়াসমিন।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর শৌচাগারে মরদেহ গুম, স্বামীর নামে মামলা

লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় মাদক ব্যবসায়ী ভূমিদস্যূ টাইগার জলিলের নেতৃত্বে আবদুল গফুরের পরিবার ও স্বজনদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করতে গেলে ওসি মামলা নিতে বিলম্বে করেন। মামলার পর আসামি গ্রেফতারের কোন চেষ্টাই করেননি। উল্টো মামলার আসামিদের পক্ষে নিয়ে আমাদেরকে বাড়ী থেকে উচ্ছেদ, আটক এবং হয়রানি করা হয়। বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিষয়ে ব্যবস্থা নিতে আমরা উধ্বর্তন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি। এখন পর্যন্ত কোন সাড়া না পেয়ে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচার দাবি করছি। ওই ওসিকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়