শেষ দশকের শেষ প্রান্তে চলে এসেছে পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দুয়ারে দাড়িয়ে ঈদুল ফিতর। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ দিন হিংসা-বিদ্বেষ ভুলে যায় মানুষ। ঈদের আনন্দ-চেতনার ছোঁয়া মানবিকতা জাগ্রত করে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীরা ঈদকে টার্গেট করে অতিরিক্ত মুনাফার লোভে। মানুষের চাহিদাকে পুঁজি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে মুরগি, গরু, খাসি ও মসলার দাম বাড়িয়ে দিয়েছে। তবে স্থিতিশীল রয়েছে তেল, চিনি, পোলাওয়ের চাল, সেমাই, সবজি ও মাছের বাজার।