
সংগৃহীত ছবি
লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন শিল্প এলাকার কারখানা বন্ধ থাকবে। এলাকাভেদে একেক দিন একেক কারখানা বন্ধ থাকবে। এমন সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ বিকালে) মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের জন্য (প্রজ্ঞাপনের) ২নং কলামে বর্ণিত বারে জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের এই দিন ধার্য থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সারা দেশে শিল্প প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
আপন দেশ ডটকম/ নূর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।