ফাইল ছবি
ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয় থেকে ডিম আমদানির অনুমতি দেয়ার খবরে পাইকারি বাজারে এর প্রভাব পড়া শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি মার্কেট কারওয়ান বাজারে প্রতি ১০০ ডিমের দাম আগের দিন অর্থাৎ সোমবারের তুলনায় ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হয়েছে। যদিও খুচরা বাজারে এর প্রভাব এখনো পড়েনি।
আজ (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পাইকারি বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ফার্মের ডিমের শ (১০০টি) ১ হাজার ১২৫ থেকে ১ হাজার ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গতকাল ছিল ১ হাজার ১৪৫ থেকে ১ হাজার ১৫৫ টাকা।
গত বেশ কিছুদিন যাবত দেশে ডিমের দাম অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ফার্মের মুরগির ডিমের দাম প্রতি পিস ১২ টাকা নির্দিষ্ট করে দেয় সরকার। কিন্তু সে দামে ডিম কিনতে পারছে না সাধারণ ক্রেতারা। ফলে দেশে ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার প্রথম পর্যায়ে চারটি প্রতিষ্ঠানেকে ৪ কোটি পিস আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যা প্রতি পিস সর্বোচ্চ ১২ টাকা দামে বিক্রি করা যাবে। সরকারের এমন পদক্ষেপের একদিন পরই পাইকারিতে ডিমের দাম কমতে শুরু করছে, যদিও এখনো এর প্রভাব পড়েনি খুচরা পর্যায়ে।
>>> আরও পড়ুন: অবশেষে ডিম আমদানির অনুমতি দিল সরকার
ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ডিম বাজারে এলে দাম আরও কমতে পারে। যদিও সরকারি তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন চার কোটি ডিমের চাহিদা রয়েছে। ফলে আমদানি করা ডিম দিয়ে মাত্র একদিনের চাহিদা পূরণ সম্ভব হবে।
এ বিষয়ে সোমবার সচিবালয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেছেন, প্রয়োজন হলে আরও ডিম আমদানির অনুমতি দেয়া হবে। ডিমের বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ‘যত দ্রুত সম্ভব’ ডিম দেশে আনতে প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
এর আগে ২০১২ সালের জুনে ডিমের হালি ৪০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন সরকার কিছু ডিম আমদানির অনুমতি দিলে বাজার স্বাভাবিক হয়ে দাম কমে যায়।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।