Apan Desh | আপন দেশ

বাংলাদেশ জাপানের মধ্যে- ১.৫ বিলিয়ন ডলারের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৫:৫৮, ১ অক্টোবর ২০২৩

বাংলাদেশ জাপানের মধ্যে- ১.৫ বিলিয়ন ডলারের চুক্তি সই

ছবি: সংগৃহীত

ঢাকা: কক্সবাজারের মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের জন্য বাংলাদেশকে দেড় হাজার মিলিয়ন (১.৫ বিলিয়ন) মার্কিন ডলার ঋণ দেবে জাপান সরকার। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

এ বিষয়ে একটি বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। শনিবার ( ৩০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভা কক্ষে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষর করেন। জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বিনিময় নোট এবং বাংলাদেশের জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইশিগুচি তোমোহিদে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের ৭ম পর্যায়ে ঋণের জন্য শনিবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঋণচুক্তির আওতায় বাংলাদেশকে জাপান সরকার ২ লাখ ১৭ হাজার ৫৫৬ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার) দেবে। জাপান সরকারের ৪৪তম অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (ওডিএ) লোন প্যাকেজের ২য় ব্যাচের আওতাধীন এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, স্বাক্ষরিত ঋণের বার্ষিক সুদের হার নির্মাণকাজের জন্য ১ দশমিক ৬০ শতাংশ, পরামর্শক সেবার জন্য শূন্য দশমিক ১০ শতাংশ, ফ্রন্ট অ্যান্ড ফি (এককালীন) শূন্য দশমিক ২ শতাংশ। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অব্যাহত বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পের আওতায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্লান্ট নির্মাণের কাজ চলছে। প্রকল্পের মোট ব্যয় ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা (জিওবি ৬ হাজার ৪০৬ দশমিক ১৬ কোটি, জাইকা ৪৩ হাজার ৯২১ দশমিক ০৩ কোটি, সিপিজিসিবিএল সংস্থা নিজস্ব ১ হাজার ৫২৭ দশমিক ৬৯ কোটি) ধরা হয়েছে।

এ প্রকল্পে জাইকা কর্তৃক পর্যায়ক্রমে ঋণ সহায়তা দেয়া হচ্ছে। এর আগে ৬টি পর্যায়ে মোট ৪ লাখ ৩৭ হাজার ৭৫৪ মিলিয়ন জাপানিজ ইয়েনের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৪৪তম ওডিএ লোন প্যাকেজের (২য় ব্যাচ) আওতায় ৭ম পর্যায়ে ২ লাখ ১৭ হাজার ৫৫৬ মিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়