বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভারত থেকে আগামী তিন-চারদিনের মধ্যেই দেশে ডিম আসবে। সাতটি প্রতিষ্ঠান ভারত থেকে ডিম আমদানির জন্য এলসি (ঋণপত্র) খুলেছে। ভারতে কিছু আনুষ্ঠানিকতা ছিল, শেষ হয়েছে। শিগগিরই দেশে ডিম আসছে।
রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি লেক (ডিঙি) সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক দেশব্যাপী অক্টোবর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ পাঁচটি পণ্য কম দামে বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে সরবরাহ বাড়ানো ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে ইতোমধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে। এক্ষেত্রে ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে। এর মধ্যে একটি হলো রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ জমা দিতে হবে। দেশে এর আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এ সময় সাংবাদিকরা আলু আমদানির অনুমতি দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেশে এখনো আলু আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়নি। দেশে আলুর পর্যাপ্ত মজুদ আছে বলে আমাদের কাছে তথ্য আছে। বাজার মনিটরিং চলছে। যদি দাম আরও বাড়ে তাহলে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আলু আমদানির উদ্যোগ নেবে সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান ব্রি. জেনারেল মো. আরিফুল হাসান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা প্রমুখ।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।