Apan Desh | আপন দেশ

রমজানে পণ্যের ঘাটতি নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ২১ জানুয়ারি ২০২৪

আপডেট: ২১:০৭, ২১ জানুয়ারি ২০২৪

রমজানে পণ্যের ঘাটতি নেই: অর্থমন্ত্রী

ফাইল ছবি

রমজানকে সামনে রেখে যেসব পণ্য প্রয়োজন হয় তা যথেষ্ট পরিমাণে আছে। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা জানান।

তিনি বলেন, ‘রমজানের সামনে রেখে যেসব পণ্য প্রয়োজন হয় তা যথেষ্ট পরিমাণে আছে, চিন্তার কোন কারণ নেই। রমজানে কিছু মহল চেষ্টা করে সুযোগ নেবার ও পরিস্থিতি ঘোলাটে করার। কিন্তু পণ্যের দাম সহনীয় রাখতে সরকার চেষ্টা করছে। প্রয়োজন হলে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে। মনে করি এখনো তেমন পরিস্থিতি হয়নি।’ 

‘আমদানি বাড়লেও রোজার দুই মাস আগে থেকেই অস্থির হয়ে উঠেছে বাজার। ছোলা, খেজুর, মটর, সয়াবিনসহ অন্যান্য পণ্যের বাড়তি দাম দেখা গেছে বাজারে। দাম বৃদ্ধির জন্য ডলার সংকট ও যুদ্ধের প্রভাবে বাড়তি খরচের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা।’

পণ্যের দাম কমাতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, ‘বিভিন্ন পণ্যের দাম কমাতে পদক্ষেপ নেয়া হচ্ছে। কিছুটা কমেছে, সামনে আরও কমবে।’ 

সভায় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান জানান, পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার অভাব নেই। 

আরও পড়ুন>> ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে: গুতেরেস

তিনি বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় সভা সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। বাজারে কোন নিত্যপণ্যের ঘাটতি নেই, তবে কিছু মধ্যসত্বভোগীদের কারসাজির কারণে মাঝে মাঝে সমস্যা হয়। সরকার এ বিষয়ে অচিরেই কঠোর পদক্ষেপ নিবে। সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে লাইসেন্স বা ছাড়পত্র বাতিলের মতো পদক্ষেপ নেয়া হবে।’ 

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান, গত বছরের চেয়ে এবার রমজানে প্রয়োজনীয় আট পণ্যের জন্য ১০-১৫ শতাংশ বেশি এলসি খোলা হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘ডলার সংকট নেই বলেই গতবারের চেয়ে বেশি পণ্যের এলসি খোলা সম্ভব হয়েছে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়