Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ৩০ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৮:৪৬, ৩০ জানুয়ারি ২০২৪

বাংলাদেশকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রস্তাব

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ডলার সংকট চলমান। এর মধ্যে বাংলাদেশকে নিজ মুদ্রায় ঋণ নেয়ার প্রস্তাব দিয়েছে চীন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে সাংবাদিকদের এ কথা জানান।

ইয়াও ওয়েন জানান, ডলারের সমস্যাটি বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কারণে ডলারের দাম ওঠানামা করছে। এতে আমরাও ডলার সংকটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরও প্রভাবিত করেছে। এই সমস্যা সমাধানে আগ্রহী। 

‘চীনা মুদ্রায় লেনদেন একটা সমাধানের পথ হতে পারে। চীনা মুদ্রায় লেনদেন সমাধানের পথ হতে পারে। তাই চীন বাংলাদেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেন করতে চায়। ইতোমধ্যেই সরকারকে প্রস্তাব দিয়েছি। বাংলাদেশ সেটি বিবেচনা করছে।’

আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি নিয়ে উদ্বেগ

আশাবাদ ব্যক্ত করে চীনা রাষ্ট্রদূত বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। বেশ কয়েকটি দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাণিজ্য করছে। আন্তর্জাতিক বাণিজ্যে ইয়ানের ব্যবহার বাড়াতে চেষ্টা চালাচ্ছি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের ছয় মাসে চীনা ঋণের ৩৬ কোটি ১৭ লাখ ডলার ছাড় হয়েছে। গত পুরো ২০২২-২৩ অর্থবছরে চীনা ঋণছাড়ের পরিমাণ ছিল ১১২ কোটি ৬৮ লাখ ডলার।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়