Apan Desh | আপন দেশ

এলপিজির দাম বাড়ছে টানা সাত মাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪

এলপিজির দাম বাড়ছে টানা সাত মাস

ফাইল ছবি

টানা সাত মাস ধরে বাড়ছে এলপি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে আবারও নতুন দাম ঘোষণা করেছে সরকার। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৪১ টাকা। এখন থেকে ১ হাজার ৪৭৪ টাকা দরে বিক্রি হবে এলপিজি। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন>>> ইভ্যালি ১৫০ গ্রাহকের টাকা ফেরত দিলো

বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়ানো হয়। যা ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর গত ৩ ডিসেম্বর ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা, ২ নভেম্বর দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়