ফাইল ছবি
টানা সাত মাস ধরে বাড়ছে এলপি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে আবারও নতুন দাম ঘোষণা করেছে সরকার। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৪১ টাকা। এখন থেকে ১ হাজার ৪৭৪ টাকা দরে বিক্রি হবে এলপিজি। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আরও পড়ুন>>> ইভ্যালি ১৫০ গ্রাহকের টাকা ফেরত দিলো
বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়ানো হয়। যা ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর গত ৩ ডিসেম্বর ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা, ২ নভেম্বর দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।