Apan Desh | আপন দেশ

মার্কেন্টাইল ব্যাংকে ‘এনপিএল ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২৪

মার্কেন্টাইল ব্যাংকে ‘এনপিএল ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘নন পারফর্মিং লোন ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন এডি শাখার ৪২ জন ম্যানেজার অপারেশন্স, ক্রেডিট ইনচার্জ অংশ করেন।

নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল উদ্বোধন করেন। তিনিই একটি সেশন পরিচালনা করেন। 

আরও পড়ুন>> এমপি মোরশেদ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের সংবর্ধনা

তিনি ব্যাংকের খেলাপি ঋণ কমিয়ে আনতে নানা দিকনির্দেশনা দেন। এজন্য লেন্ডিং প্র্যাকটিস, লোন মনিটরিং এবং এসেট কোয়ালিটি রিভিউয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়িক লক্ষ্য পূরণে লোন রিকভারি ড্রাইভে বিশেষ নজর দিতেও নির্দেশনা দেন।

প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ নির্ধারিত সেশনগুলো পরিচালনা করেন। সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক, সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অনুষদ সদস্য শাহিন আক্তার।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়