ছবি: সংগৃহীত
আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ফাগুন দিনেরও শুরু। প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে তরুণ-তরুণীরা ভিড় করছেন ফুলের দোকানে। তবে রাজধানীতে এবার ফুল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন প্রেমিক-প্রেমিকা, তরুণ-তরুণীরা। কারণ প্রতিটি গোলাপের দাম ১০০ টাকা বা তারও বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, শাহবাগ ঘুরে এ চিত্র দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তিন-চার দিনের ব্যবধানে তারা গোলাপ ফুলের দাম বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। ১৫-২০ টাকার গোলাপ ফুল এখন মানভেদে ৫০-১০০ টাকা। কিংবা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। চার দিনের ব্যবধানে এত দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা প্রেমিক-প্রেমিকারা।
এদিকে ফুল ব্যবসায়ীদের দাবি, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও সরস্বতী পূজা একই দিনে হওয়ায় এবার চাহিদা বেড়েছে গোলাপ ফুলের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দাম।
আরও পড়ুন>> ‘ভালোবাসি’ বলুন প্রিয়জনকে
শাহবাগের একজন ফুল ব্যবসায়ী বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে গোলাপের চাহিদা বেশি থাকে। ক্রেতারা তাদের ভালোবাসার মানুষের জন্য গোলাপটাই বেশি নেন। তাই বাড়তি দামে ফুল বিক্রি করা হয়। দোকানে তিন ধরনের গোলাপ বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে একটি দেশি, বাকি দুটি চায়না।
রাজারবাগ থেকে গোলাপ ফুল কিনতে আসা তানভীর সরকার বলেন, অল্প কিছুদিন আগেও যে গোলাপ ১৫-২০ টাকা দরে কিনেছি। সেই একই গোলাপ আজ ১০০ টাকা দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এছাড়া ছোট সাইজেরগুলো ৫০-৭০ টাকা দাম চাচ্ছেন। শুধু একদিনের জন্য গোলাপ ফুলের দাম এতটা বেড়ে গেছে। তবে চাহিদা যেহেতু বেশি, তাই বেশি দামে কিনতে হবে। এটাই স্বাভাবিক।
শাহবাগের ফুলের দোকান ঘুরে দেখা গেছে, চায়না হলুদ গোলাপ চার দিন আগেও বিক্রি হয়েছে ১৫-২০ টাকা, এখন তা ১০০ টাকা। চায়না সাদা গোলাপ বিক্রি হয়েছে ২০ টাকা, এখন তা ৬০-১০০ টাকা। দেশি গোলাপ আগে ছিল ১০-১৫ টাকা, এখন ৫০-৭০ টাকা। এছাড়া হাইব্রিড জাতের গোলাপ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, ভুট্টা কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদাসহ নানা জাতের ফুলও বিক্রি হচ্ছে। সেগুলোর দামও বেড়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।