Apan Desh | আপন দেশ

রমজানের আগে কমলো তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৮:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪

রমজানের আগে কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

আসছে পবিত্র রমজান। এর আগে কমলো সয়াবিন তেলের দাম। লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার বোতলজাত তেল ১৬৩ টাকা, খোলা তেল ১৪৯ টাকা দরে বিক্রি হবে। আগামী ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে টাক্সফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজানের জন্য পরিমিত অত্যাবশ্যকীয় পণ্য বাজারে আছে। নিত্যপণ্য আমদানিতে যাতে সমস্যা না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, আগামী বাজেটে পণ্যের ট্যারিফ স্বাভাবিক রাখতে এনবিআরকে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন>> রমজানের আগেই মাংসের বাজারে ‘আগুন’

তিনি বলেন, রমজানের আগে এক লাখ টন চিনি, আর ৫০ হাজার টন পেঁয়াজ দিতে রাজি হয়েছে ভারত। তাছাড়া, মিয়ানমার থেকে নৌপথে পণ্য আমদানি করতে জাহাজ ব্যবস্থা সহজ করা হবে

এছাড়া আগামী ১ মার্চ থেকে ৩৩৩ হটলাইন চালু হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এর ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে চাল, তেল, ডাল, চিনি, ছোলা, খেজুর দেয়া শুরু হয়েছে।’ 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়