Apan Desh | আপন দেশ

রমজানের আগে দাম বাড়ল এলপিজির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ৩ মার্চ ২০২৪

আপডেট: ১৬:২০, ৩ মার্চ ২০২৪

রমজানের আগে দাম বাড়ল এলপিজির

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। নিত্যপণের ঊর্ধ্বগতিতে বেসামাল নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। দাম নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপের কথা জানিয়েছে। তবে ভোক্তা পর্যায়ে দেখা মেলেনি তার সুফল। এমতাবস্থায় আরেক দফা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন বর্ধিত দাম ১ হাজার ৪৮২ টাকায়। 

রোববার (৩ মার্চ) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে নতুন দাম। এ নিয়ে টানা ৮ মাস বাড়ানো হলো এলপিজির দাম।

বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৭৪ থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৬৭ টাকা ৬৮ পয়সা।

আরও পড়ুন>> জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর

এর আগে গেল ৪ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে, গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। 

উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়