ছবি: সংগৃহীত
পবিত্র রমজানে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। আর খাসির মাংস বিক্রি হবে ৯০০ টাকা কেজিতে দরে। রাজধানীর ২৩ জায়গায় এ কার্যক্রম চলবে। আগামী ১০ মার্চ থেকে চালু হবে। জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, রাজধানীর ২৩ জায়গায় ১০ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত গরুর মাংস ৬০০ টাকা কেজিতে বিক্রি করা হবে। এছাড়া ওই সব স্থানে খাসির মাংস ৯০০ টাকা কেজিতে, ডিম প্রতি পিস সাড়ে ১০ টাকা, ব্রয়লার সলিড মুরগির মাংস ২৮০ টাকা কেজিতে বিক্রি করা হবে। সক্ষমতা বাড়লে সারাদেশে এ দামে পণ্য বিক্রি করবে সরকার।
তিনি বলেন, ব্যবসায়ীদের বলব রমজান মাসকে কেন্দ্র করে মানুষকে কষ্ট দেবেন না। বাজার দর নিয়ন্ত্রণে নৈতিক জায়গা ঠিক করতে হবে। এদিকে ইলিশ নদীতে থাকতে পারলে উৎপাদন বাড়বে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে। আগামী ১১ মার্চ থেকে জাটকা ধরা বন্ধ হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।