ফাইল ছবি
সুপারশপ স্বপ্ন প্রতি সপ্তাহে গ্রাহকদের জন্য বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে । এছাড়া রমজানকে ঘিরে প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড়।
এদিকে সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশন রমজানে প্রতিবারের মত এবারও বাজার সহনশীল রাখার কার্যক্রম পরিচালনা করছে। সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশনের এই কার্যক্রমের অংশ হিসেবে স্বপ্ন ২২ ও ২৩ মার্চও খোলা বাজারের চেয়ে কম দামে বেশকিছু পণ্য গ্রাহকদের কাছে বিশেষ ছাড়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
নিচে বিশেষ ছাড়ের পণ্যগুলোর দাম তুলে ধরা হলো :
পণ্যের নাম বাজারমূল্য স্বপ্নমূল্য (ভ্যাটসহ ) সাশ্রয় (প্রায়)
বেগুন (লম্বা-বেগুনি)- প্রতি কেজি ৫০-৬০ টাকা ৪৫ টাকা ( ভ্যাট নেই) ৫-১৫ টাকা
মসুর ডাল (লুজ) ১২০ টাকা ১১২ টাকা (ভ্যাট নেই) ৮ টাকা
ছোলা (লুজ) ১১০ টাকা ১০২ টাকা (ভ্যাট নেই) ৮ টাকা
নাজিরশাল প্রিমিয়াম চাল ৭৮ টাকা ৭৩ টাকা ( ভ্যাট নেই) ৫ টাকা
শসা ৬০-৭০ টাকা ৫৫ টাকা (ভ্যাট নেই) ৫-১৫ টাকা
কাঁচা মরিচ (কেজি) ৯০-১০০ টাকা ৭৮ টাকা ( ভ্যাট নেই) ১২-২২ টাকা
মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার – ১০০০ গ্রাম ৮২০ টাকা ৮০৬.৪০ টাকা ১৩.৬০ টাকা
পুষ্টি সয়াবিন তেল- ৫ লিটার ৮০০ টাকা ৭৫০ টাকা (ভ্যাট নেই) ৫০ টাকা
চিনি (প্রতি কেজি) ১৪৫ টাকা ১৪০ টাকা (ভ্যাট নেই) ৫ টাকা
আপন দেশ/ বিজ্ঞপ্তি/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।