Apan Desh | আপন দেশ

দেশে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৩, ২ এপ্রিল ২০২৪

দেশে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস বিশ্বব্যাংকের

ছবি: সংগৃহীত

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর কমবে দেশের জিডিপি প্রবৃদ্ধি। ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থা বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এ পূর্বাভাস দেন। 

তিনি বলেন, বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। 

সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি পরিস্থিতি নির্ভর করবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য কেমন থাকে তার ওপর। 

বিশ্বব্যাংক আরও বলছে, মূল্যস্ফীতির চাপ কমাতে পারলে, বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক করা সম্ভব হলে বাংলাদেশ অর্থনীতি ইতিবাচক হবে। এজন্য সঠিক মনিটরি পলিসি নেয়ার পাশাপাশি অর্থনৈতিক খাতে সংস্কার আনা প্রয়োজন। 

এ সময় আরও জানানো হয়, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়